মোংলা বন্ধুসভার আনন্দভ্রমণ
কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সদস্যদের পরিচিতি সভা ও আনন্দভ্রমণ করেছে মোংলা বন্ধুসভা। ১০ জানুয়ারি সুন্দরবনে এ কর্মসূচি পালন করা হয়। নতুন ও পুরোনো বন্ধুদের সমারোহে দিনটি মুখর হয়ে ওঠে।
সকাল ১০টায় বন্ধুরা জড়ো হন মোংলা ফেরিঘাটে। আগে থেকেই অপেক্ষমাণ ছিল একটি ইঞ্জিনচালিত বিশেষ ধরনের ট্রলার (জালি বোট)। সকালের জন্য নাশতা, পানি ও দুপুরের খাবার নিয়ে ৩০ সদস্যের একটি দল রওনা দেয় সুন্দরবনের উদ্দেশে। বন্ধুদের এ মিলনমেলায় যোগ দেন মেহেরপুর বন্ধুসভার বন্ধু তানিয়া আক্তার।
প্রায় এক ঘণ্টা পশুর নদীতে ঢেউয়ের তালে তালে ট্রলারে ভ্রমণের পর আমরা পৌঁছাই সুন্দরবনের অন্যতম নয়নাভিরাম স্থান করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে। কথা হয় সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে। তিনি বন্ধুদের বনের খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দেন।
বন্ধুরা বনের সংরক্ষিত স্থান ও বন্য প্রাণী পরিদর্শন এবং ছবি তোলেন। ঘণ্টা দুই অতিবাহিত করার পর সেখান থেকে আমরা রওনা হই বিদেশি জাহাজ পরিদর্শনের উদ্দেশে পশুর নদীর হাড়বাড়িয়া ৪ নামের স্থানে। নদীপথেই ট্রলারের মধ্যে সেরে নেওয়া হয় মধ্যাহ্নভোজ।
গন্তব্যে পৌঁছানোর পর বন্ধু প্রদীপ মহলদার একটি বিদেশি জাহাজের ক্রুদের সঙ্গে জাহাজে চড়ার ব্যাপারে কথা বলেন। এটি ছিল ফিলিপাইনের পতাকাবাহী ১৯৯.৯৯ মিটার দৈর্ঘ্য কয়লাবাহী একটি জাহাজ। কয়েকজন বিদেশি ক্রু বন্ধুসভার বন্ধুদের জাহাজটি ঘুরে দেখান। সেখানে আরও দুই ঘণ্টা সময় কাটিয়ে স্মৃতির পাল্লা ভারী করে বন্ধুরা মোংলার উদ্দেশে রওনা দেন।
ফেরার পথে সবাই গান-আড্ডা ও কুইজে মেতে ওঠেন। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতার কথা একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন।
সভাপতি, মোংলা বন্ধুসভা