মহাজগতের অজানা রহস্য জানতে হলে বিজ্ঞানকে ভালোবাসতে হবে

অনলাইনে নারায়ণগঞ্জ বন্ধুসভার পাঠের আসরসংগৃহীত

‘মহাবিশ্বের জীবনের অস্তিত্ব’ বাস্তবিকই এক অজানা জগৎ। আমাদের বিশ্ব ছাড়িয়ে অন্য কোথাও প্রাণ বা এর অস্তিত্ব আছে কিংবা ছিল কি না, তা নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। বিজ্ঞানের এসব বিষয়ে ধারণা পেতে রেজাউর রহমান রচিত ‘মহাবিশ্বে জীবনের সন্ধান’ বই নিয়ে পাঠের আসর করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা।

৭ মার্চ অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। বইটি নিয়ে আলোচনা করেন সভাপতি নয়ন আহমেদ। তিনি বলেন, ‘পৃথিবীতে জীবনের সূত্রপাত হয়েছিল আনুমানিক ৪০০ কোটি বছর পূর্বে। অপর দিকে পৃথিবী সৃষ্টি হয় ৪৬০ কোটি বছর পূর্বে। মাঝে ৬০ কোটি বছর পৃথিবী ছিল অত্যধিক উষ্ণ, যা প্রাণের জীবনধারণের জন্য উপযোগী ছিল না।’

সহসভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘পৃথিবী তথা এই মহাবিশ্ব একটা রহস্য। আজকে বিজ্ঞানীরা একটা বিষয় প্রমাণ করলে পরবর্তী সময়ে সেটা আরেক বিজ্ঞানী ভুল প্রমাণ করে নতুন তথ্য দেয়। প্রতিনিয়ত এই মহকবিশ্বের পরিবর্তন ঘটছে। চোখের পলকে নানা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের কল্পনার বাইরে।’

বইটিতে বলা হয়, মহাবিশ্বে প্রতিটা বস্তুর সঙ্গে কিছু না কিছু মিল রয়েছে। উদাহরণ হিসেবে প্রতিটা জীবের ভ্রূণ লক্ষ করা যেতে পারে। ভ্রূণ অবস্থায় প্রতিটা জীব দেখতে একই রকম। মহাজগতের অজানা রহস্য জানতে হলে বিজ্ঞানকে ভালোবাসতে হবে।

সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা