সমাজের নিম্নবিত্তের জীবনযাত্রার নিত্যবৃত্ত গৌরীপুর জংশন

ময়মনসিংহ বন্ধুসভার নতুন বছরের প্রথম পাঠচক্র
ছবি: বন্ধুসভা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘গৌরীপুর জংশন’। বইটিতে লেখক গৌরীপুর জংশনকে কেন্দ্র করে একটা সামাজিক বৃত্ত তুলে ধরেছেন। এর কেন্দ্রীয় চরিত্র জয়নাল। জয়নালের আত্মবেদনার কাহিনি ঘিরে উপন্যাসের চিত্ররূপ পরিলক্ষিত হয়েছে। সমাজের নিম্নশ্রেণির মানুষ কীভাবে জীবনযাপন করে, আলোচ্য বইটির মূল প্রতিপাদ্য এটাই।

২১ জানুয়ারি বিকেলে প্রথম আলোর ময়মনসিংহ অফিসে ‘গৌরীপুর জংশন’ উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে ময়মনসিংহ বন্ধুসভা। শুরুতেই পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আলমাস হোসাইন বইটির প্রেক্ষাপট ও সমাজের নিম্নবিত্তের নিত্যবিত্ত জীবনের ওপর আলোকপাত করেন। সমাজের নিম্নবিত্তের জীবনযাত্রার নিত্যবৃত্ত যেন গৌরীপুর জংশন।

বন্ধু রবিউল ইসলাম বলেন, ‘পাঠচক্র আমাদের কথা বলার জড়তা দূর করে ও মননশীল করে তুলে।’ পাঠচক্রের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বন্ধুদের করণীয় নিয়ে আলোচনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সহসভাপতি মেহেদী হাসান ও ম্যাগাজিন সম্পাদক সুলাইমান সিহাব। সমাপনী বক্তব্যে বন্ধুদের বই পড়ার প্রতি উৎসাহিত করেন সহসভাপতি তাহমিনা শেখ।

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মুশফিক ফরহাদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা