বাঙালিয়ানা সাজে বৈশাখ উদ্‌যাপন

ঝিনাইদহ বন্ধুসভার বৈশাখ উদ্‌যাপনে সাংস্কৃতিক পরিবেশনাছবি: বন্ধুসভা

শুভ নববর্ষ ১৪৩২, পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে। নতুন বছরের সূর্য যেন বয়ে আনে নতুন আশা, আনন্দ আর শান্তি। নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঝিনাইদহ বন্ধুসভা আয়োজন করেছে নববর্ষের বিশেষ অনুষ্ঠান। যেখানে বন্ধুরা মেতে ওঠেন শতভাগ বাঙালিয়ানায়।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করে সমস্বরে গাওয়া হয় বৈশাখের ঐতিহ্যবাহী গান ‘এসো হে বৈশাখ এসো এসো’। স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। একে একে বক্তব্য দেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টারা। তাঁরা বলেন, ‘বাংলা নববর্ষ হলো বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি।’

ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা

আলোচনার পাশাপাশি ছিল গান ও কবিতা আবৃত্তি পরিবেশনা এবং গ্রামীণ খেলাধুলা। গান পরিবেশন করেন উপদেষ্টা প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল বাঙালিয়ানা সাজে র‌্যাম্প প্রদর্শনী। অংশ নেন বন্ধুসভার বন্ধুরা।

সহসভাপতি রাজিয়া সুলতানার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন ললিত কবির, যুগ্ম আহ্বায়ক দাউদ ইব্রাহিম, সদস্য সচিব প্রভাস কুমার শর্মা, যুগ্ন সদস্য সচিব সুমন আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধু মহিমা খাতুন, সন্ধি বিশ্বাস, হিমা খাতুন ও তামান্না ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা