কৃষি উন্নয়ন মেলায় কৃষিপণ্য প্রদর্শনীতে প্রথম বন্ধুসভার হুমায়ন
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী কৃষি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কৃষিপণ্যের প্রদর্শনীতে সেরার পুরস্কার পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা ও গোয়ালন্দ বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক হুমায়ন আহম্মেদ।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলা শেষ হয় গত ৩১ মে। মেলায় ১১টি স্টলের মধ্যে প্রথম হয়েছেন হুমায়ন আহম্মেদ। এর আগে তিনি ২০২১-২২ অর্থবছরে রাজবাড়ী জেলার ‘সেরা কৃষক’ পুরস্কার পেয়েছেন। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া।
হুমায়ন আহম্মেদ কৃষিবিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানে সিলেটে অবস্থান করায় মেলার শেষ দিন পুরস্কার নিতে পারেননি। পরে ১ জুন তাঁর হাতে এটি তুলে দেওয়া হয়। এ সময় রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মাছিদুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মাহফুজুর রহমান, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।