রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে শোক র‌্যালি ও মোমবাতি প্রজ্বালন
ছবি: বন্ধুসভা

রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শোক র‌্যালি ও মোমবাতি প্রজ্বালন করা হয়।

এদিন বিকেলে বন্ধুসভার বন্ধুরা শহরের প্রধান সড়কের ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে জড়ো হন। সেখান থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে গিয়ে শেষ হয়।

শুরুতে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করা হয়। এরপর মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান, উপদেষ্টা ডা. পূর্ণিমা দত্ত, ফকীর শাহাদাত হোসেন, চিত্তরঞ্জন কুন্ডু, চৌধুরী ইমরুল আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আবদুস সামাদ মিয়া, মহিলা পরিষদের সহসভাপতি শামসুন নাহার চৌধুরী, বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মহসিন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস, সাবেক পাঠাগার সম্পাদক শাহিনুর আক্তার, বন্ধু কানিজ ফাতেমা, আবদুল হালিম, শম্পা আক্তার, রাইসুল ইসলাম, রাইয়ান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচির সমন্বয় করেন প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বন্ধুরা দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।