দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অমর একুশে বইমেলা। হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় বইপ্রেমীদের ঢল নামে।
প্রথম দিন বইমেলার উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এনামুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. শফিকুল ইসলাম শিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক এস এম এমদাদুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. শামসুজ্জোহাসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।
এবারের মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে, যার মধ্যে ১৩টি বইয়ের ও তিনটি খাবারের। বিভিন্ন ধরনের সাহিত্য, অনুবাদ, ইংরেজি সাহিত্য, ইসলামিক বই, সায়েন্স ফিকশনসহ বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে স্টলগুলো সাজানো হয়।
বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের পছন্দের লেখকের বই খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মেলায় আসা দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, যা বইমেলাকে আরও আনন্দমুখর করে তোলে।
বইমেলার অন্যতম আকর্ষণ ছিল খাবারের স্টলগুলো। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসা স্টলগুলো মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। তার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি ব্যবসাপ্রতিষ্ঠান নোভেল ফুড ক্রিয়েশন লিমিটেড। বইমেলার অন্যতম ফুড পার্টনার ছিল তারা।
অনুভূতি জানিয়ে শিক্ষার্থী রাফসান বলেন, ‘অনেক দিন পর ক্যাম্পাসে এমন একটা প্রাণবন্ত পরিবেশ দেখে খুব ভালো লাগছে। বইয়ের স্টলগুলোয় নতুন অনেক লেখকের বই দেখতে পেয়েছি, যা আমার সংগ্রহে যোগ করতে পেরে আনন্দিত।’
স্থানীয় ভ্যানচালক খরিব উদ্দিন বলেন, ‘এ ধরনের মেলা আমাদের এলাকায় খুব কম হয়। পরিবারের সবাইকে নিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে এসে বাচ্চাদের জন্য কিছু শিক্ষামূলক বই কিনতে পেরেছি।’
বই বিক্রেতারা জানান, এবারের মেলায় তরুণ প্রজন্মের বইয়ের প্রতি আগ্রহ দেখে তাঁরা মুগ্ধ। বিশেষ করে সায়েন্স ফিকশন ও সমসাময়িক সাহিত্য ভালো বিক্রি হয়েছে।