রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা নিয়ে যশোর বন্ধুসভার পাঠচক্র

যশোর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি ৭ মে ১৮৬১ সালে ব্রিটিশ ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী।

‘সোনার তরী’ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত ও বহুল পঠিত কাব্যগ্রন্থ। ‘সোনার তরী’ যার নাম কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এ কাব্যগ্রন্থ নিয়ে যশোর বন্ধুসভা পাঠচক্রের আসর করেছে। ২ মে বিকেলে অশোক সেন স্মৃতি পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

‘সোনার তরী’ কবিতা বিশ্লেষণ করলে দেখা যায়, একজন কৃষক ধান কাটার পর দেখতে পেলেন আকাশ কালো মেঘে ছেঁয়ে গেছে। তিনি কূলে একা বসে আছেন। তিনি খুবই শঙ্কিত। কারণ, যখন-তখন বৃষ্টি চলে আসতে পারে। বৃষ্টি এলে তাঁর কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে যাবে। প্রকৃতপক্ষে সমালোচকরা মনে করেন, এখানে কৃষক দ্বারা কবি নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ধান দ্বারা তাঁর এত দিনের অর্জিত সৃষ্টিকর্মকে বোঝানো হচ্ছে।

যশোর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

নানামুখী আলোচনায় মুখর হয়ে ওঠা পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মনিরা খাতুন। শুরুতেই আলোচনা করেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস। অনুষ্ঠানের মধ্যে গান পরিবেশন করেন ছোট্ট বন্ধু দেব জ্যোতি ধ্রুব।

‘সোনার তরী’ কবিতাটি আবৃত্তি করেন যশোর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দ্বীপ্তি মিত্র ও যশোর বন্ধুসভার সভাপতি জাহিদুল জাদু। কবিতাটির মূলভাব ব্যাখ্যা করে সম্যক আলোচনা করেন যশোর সরকারি মহিলা কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবির, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম ও বন্ধুসভার বন্ধু জাহানারা জ্যোতি, সোহাগ হোসেনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা