ব্যাপক উৎসাহ উদ্দীপনার স্রোতপ্রবাহে স্বপ্ন বুননের দৃপ্ত স্লোগানে মুখর হাজারো শিক্ষার্থীর পদচারণে ৯ অক্টোবর যশোরের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেল চত্বর পরিণত হয় তারুণ্যের সমুদ্রে। শিক্ষার্থীরা এসেছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানে অংশ নিতে। তারা সবাই এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সকাল থেকেই অনুষ্ঠানস্থল পরিণত হয় শিক্ষার্থীদের মিলনমেলায়। যার সূচনা হয় সকাল ৯টায়। শুরুতেই সারিবদ্ধ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহারসামগ্রী ও নাশতা। মূল কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জাতীয় সংগীত দল। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের প্রযুক্তির অপব্যবহার ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।
এ সময় আরও বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নির্বাহী সালমুন ইকরাম ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এজিএম (ব্র্যান্ড) সালমান শাহরিয়ার বিশ্বাস। অদম্য শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তারান্নুম ইসলাম বলে, ‘আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত ও অনুপ্রাণিত। এ ধারাবাহিকতা বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একনিষ্ঠভাবে কাজ করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’
আলোচনার ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পর্ব। কবিতা আবৃত্তি করেন যশোর বন্ধুসভার নুসরাত মিতু ও সুমন রেজা। কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে একক ও যৌথ গান পরিবেশন করে প্রত্যয় কুমার ঘোষ, পুষ্পিতা রায়, অনিন্দিতা দাশ, তূর্যয় ঘটক, রাকিব, সাইমা হাসান সৃষ্টি, পার্থ, আপন ও নাবিলা।
এরপরই শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ এবং যশোর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন। শিক্ষার্থীদের উদ্দেশে সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই দেশকে ভালোবেসে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মাদক ও মুঠোফোন আসক্তি থেকে বেরিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান এবং দেশ ও বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সবাইকে উৎসাহিত করেন। এরপরই গান পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী ইমরান খন্দকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, একই কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন যশোর বন্ধুসভার বন্ধু সাইদুজ্জামান লিটন, প্রিয় দত্ত, নুসরাত মিতু, জাহানারা জ্যোতি, কাজী ইশরাত শাহেদ, নুরুন্নবী হৃদয়, হামিম, হামিদা হিমু, ফয়সালসহ অন্য বন্ধুরা। সমাপনী বক্তব্য দেন যশোর বন্ধুসভার সভাপতি লাকি রাণী কাপুড়িয়া। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার ও সাংগঠনিক সম্পাদক সুমন রেজা।
সাংগঠনিক সম্পাদক, যশোর বন্ধুসভা