বই যেমন জ্ঞানকে সমৃদ্ধ করে, তেমনই মনকে করে প্রফুল্ল। বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। আলোকিত মানুষ গড়ার কারিগর। তাই স্বাধীনতার মাসে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি উন্মুক্ত লাইব্রেরি।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েটপ্রসেসিং ভবন প্রাঙ্গণে এটি স্থাপন করা হয়। লাইব্রেরির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. সোলাইমান। এমন ভালো কাজের ধারা অব্যাহত রাখতে তিনি বন্ধুদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সব শিক্ষার্থী ও শিক্ষকদের বই পড়ার অনুরোধ করেন।
বন্ধুরা জানান, প্রাথমিক অবস্থায় ৪০টি বই দিয়ে উন্মুক্ত লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আগামীতে এটিকে আরও সমৃদ্ধ করা হবে। আর এখান থেকে সবাই নিজেদের প্রয়োজনীয় বই নিয়ে পড়তে পারবেন।
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, বন্ধুসভা সব সময় ভালো কাজ করে থাকে। সমাজ, দেশ ও মানুষের সার্বিক কল্যাণে বন্ধুদের কাজ প্রশংসনীয়। এই উন্মুক্ত লাইব্রেরি স্থাপন সেটারই একটি উদাহরণ। তা ছাড়া বই পারে সবার মানসিক বিকাশ সুষ্ঠুভাবে গড়ে তুলতে।
সভাপতি, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা