শিশুদের সঙ্গে নাটোর বন্ধুসভার আনন্দ ভাগাভাগি

নাটোর বন্ধুসভার উদ্যোগে দেড় শতাধিক শিশুকে নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে দেড় শতাধিক শিশুকে নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব করেছে নাটোর বন্ধুসভা। ২৮ অক্টোবর স্বপ্নকলি স্কুলের ১৩৭ জন শিশুকে নিয়ে এই উৎসব করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে ছিল বিস্কুট দৌড়, মোরগযুদ্ধ, মিউজিক বল, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল শট, পাখি উড়ে, ভেতর-বাইরসহ নানা ধরনের খেলাধুলা। আটটি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা এসব খেলায় অংশ নেয়। প্রত্যেক খেলায় দুজন করে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় টি-শার্ট ও শিক্ষা উপকরণ।

স্বপ্নকলি স্কুলের প্রতিষ্ঠাতা ও হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই স্কুলের শিক্ষার্থীরা সবাই সুবিধাবঞ্চিত। এদের সম্পূর্ণ বিনা মূল্যে পাঠদান এবং স্কুল ড্রেস দেওয়া হয়। প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন প্রশংসনীয়। এতে করে শিশুরা যে আনন্দটা আজকে পেল, তা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে।’

বিজয়ীদের পুরস্কার বিতরণ
ছবি: বন্ধুসভা

হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুস্ময় দাস বলেন, ‘বন্ধুসভার এই আয়োজন শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের আনন্দ দেখে নিজেরও আনন্দ লাগছে।’

প্রথম আলোর নাটোর প্রতিনিধি আইনজীবী মুক্তার হোসেন বলেন, ‘যে লক্ষ্য নিয়ে বন্ধুরা কাজটি শুরু করেছিল, সেটা সফল হয়েছে। ভালো কাজ করলে এমন কাজই করা উচিত।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, সহসভাপতি সুমন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পূজা দাস, বন্ধু সুমা রানী, ছন্দা মহন্ত, অর্পিতা দাস, জাকির হোসেন, সারোয়ার রহমান, সাদিয়া আক্তার, সৈকত আলীসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা