বিজ্ঞান মেলায় পুরস্কার জিতল দিনাজপুর বন্ধুসভার প্রকল্প

দিনাজপুর বন্ধুসভার ‘নিরাপদ পানি’ প্রকল্পছবি: বন্ধুসভা

দিনাজপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অষ্টম বিজ্ঞানবিষয়ক কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ স্লোগানে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়।

মেলার স্টলগুলোয় চমকপ্রদ সব প্রকল্প নিয়ে শিক্ষার্থীদের সমাগম ঘটে। ‘নিরাপদ পানি’ প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছেন দিনাজপুর বন্ধুসভার বন্ধুরাও। বন্ধুদের দলটির তত্ত্বাবধান করেন দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক বিশ্বজিৎ কুমার। দলের সদস্যরা হলেন সাব্বির হোসেন (দলনেতা), বিধান রায়, জাহিন নেওয়াজ ও সজীব রায়।

মেলার স্টল পরিদর্শনকালে বিচারকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ‘নিরাপদ পানি’ প্রকল্পের দলনেতা সাব্বির হোসেন বলেন, ‘পানির অপর নাম জীবন। তবে দূষিত পানির অপর নাম মরণ। আমাদের প্রকল্পটি মূলত নিরাপদ পানি নিয়ে। দেখা যায়, বন্যাপ্রবণ এলাকাগুলোয় দুর্যোগ–পরবর্তী সময়ে বিশুদ্ধ পানির সংকট দেখা যায়। আমরা যদি এ সময় বৃষ্টির পানি চৌবাচ্চায় ধরে রেখে পরবর্তী সময়ে তা নুড়ি-পাথর, কয়লা ও মাটির সহায়তায় বিশুদ্ধ করি, তাহলে দুর্যোগকালে বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় প্রকল্পটি স্বল্প খরচে বড় ভূমিকা রাখতে পারবে। সে লক্ষ্যেই আমাদের এই প্রকল্প। আমরা চাই এটি নিয়ে গবেষণা হোক।’

বিজয়ী প্রকল্পগুলোকে পুরস্কৃত করেন অতিথিরা
ছবি: বন্ধুসভা

বিজ্ঞান মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার প্রশাসক শাকিল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা। সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। অতিথিদের বক্তব্যে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বিষয় ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার কথা উঠে আসে।

বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী তিনটি ক্যাটাগরির বিশেষ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে দিনাজপুর বন্ধুসভা। বিজয়ী প্রকল্পগুলোকে পুরস্কৃত করেন অতিথিরা।

দিনাজপুর বন্ধুসভার সভাপতি শুভ রায় বলেন, ‘জীবনের জন্য নিরাপদ পানি অপরিহার্য। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় আমরা দুর্যোগকালীন নিরাপদ পানির সমস্যার সম্মুখীন হই। বন্ধুরা যে প্রকল্প উপস্থাপন করেছেন, এটি নিঃসন্দেহে চমৎকার। এর বাস্তবায়ন করা হলে সংকটাপন্ন সময়গুলোক সহজেই মোকাবিলা করা সম্ভব।’

সহসাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা