পাঠচক্রের বিষয় যখন লিওনেল মেসির সাক্ষাৎকার

বিকেলের শান্ত পরিবেশে বন্ধুদের পাঠের আসর
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার পাঠচক্র মানেই সপ্তাহজুড়ে কোনো নির্দিষ্ট লেখকের বই নিয়ে বন্ধুদের পড়াশোনা। আর পড়া শেষে একদিন সেই বই নিয়ে আলোচনা-পর্যালোচনায় বন্ধুদের সমাবেশ। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। একজন বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে হয়েছে এবারের পাঠচক্র।

বিশ্বকাপ ফুটবল শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি! আমেজ কিছুটা কমলেও আলোচনা থেমে নেই। চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি ক্যারিয়ারের সেরা অর্জন। বিশ্বকাপ জয়ের পর প্রথম সাক্ষাৎকারে সেসব বিষয় নিয়েই কথা বলেছেন তিনি। আর্জেন্টাইন সাংবাদিক অ্যান্ডি কুজনেতসফকে দেওয়া সাক্ষাৎকারটি ৩১ জানুয়ারি প্রকাশিত হয় প্রথম আলোয়।

বিশ্বকাপ–পরবর্তী মেসির প্রথম সাক্ষাৎকারটি নিয়ে শুক্রবার বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মুক্তমঞ্চে পাঠচক্র করেছে নোয়াখালী বন্ধুসভা। সাধারণ সম্পাদক আসিফ আহমেদের সঞ্চালনায় আলোচনার শুরুতে সাক্ষাৎকারটির পড়ে শোনানো হয়।

একজন মানুষকে সফলতা অর্জনের জন্য যেমন দৃঢ়প্রত্যয়ী হতে হয়, রাখতে হয় সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস। সাফল্য-ব্যর্থতায় পরিবারের মানুষগুলোর আনন্দ-ব্যথিত হওয়ার ব্যাপারটাও স্পষ্ট হয় এখানে। এ ছাড়া কঠিন সময়ে হতাশ কিংবা চিন্তিত না হয়ে ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করার বিষয় ওঠে আসে। ষোলো বছরের মেসিকে কী উপদেশ দেবেন, এমন প্রশ্নে পিএসজি তারকা বলেন, ‘আমি বলব, অসাধারণ কিছু তার জন্য অপেক্ষা করছে। এমন কিছু, যা সে ভাবতেও পারেনি। তার চলার পথটা সুন্দর হবে, কঠিন সময় আসবে, যা তাকে অতিক্রম করতে হবে এবং স্বপ্ন দেখায় কখনো হাল ছাড়া যাবে না। কারণ, শেষ পর্যন্ত সে নিজের প্রাপ্য পুরস্কারটি পাবে এবং সবকিছু ভালোভাবে শেষ হবে, যেন এটা একটা সিনেমা।’

পাঠচক্র শেষে জিপিএ-৫ পাওয়া কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার জন্য বন্ধু সম্পূর্ণা কর্মকার, কৃষ্ণচূড়া কর্মকার, মেঘমৌলি দত্ত ও উষ্মি কুরিরন হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে ভাষার মাসের কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সভাপতি মাছুম বিল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা কামাল হোসেন, সহসভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যানিসা আফরোজ, ইমতিয়াজ হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রণয় মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেন্ডার সমতা সম্পাদক জান্নাতুল নাঈম, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আফরিনা ইসলাম, সাবেক সাহিত্য সম্পাদক নিথিন রায়, বন্ধু ফাতেমা ভূঁইয়া, শাহারিয়ার সৈকতসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা