রাজবাড়ীতে বন্ধুসভার উদ্যোগে দেড় হাজার গাছের চারা রোপণ

গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণছবি: বন্ধুসভা

রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় দেড় হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। গত ২৯ আগস্ট শুরু করে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলে এ কর্মসূচি।

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রথম দিন ছয় শতাধিক চারাগাছ রোপণ করা হয়। পরবর্তী সময়ে শুক্রবার, শনি ও রোববার আরও প্রায় এক হাজার গাছের চারা রোপণ করেন বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুরা নিজেদের পক্ষ থেকে দুই শতাধিক গাছের চারা রোপণ করেন
ছবি: বন্ধুসভা

ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১৩০টি, গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ১২০টি, নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫টিসহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় চত্বরসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাস্তার ধারে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বন্ধুরা নিজেদের পক্ষ থেকে আরও দুই শতাধিক গাছের চারা রোপণ করছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, উপাধ্যক্ষ সালাহ উদ্দিন শেখ, প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেস চন্দ্র সরকার, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সাবেক সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি শামসুল হক, মইনুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সফিক মন্ডল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রিদয় সূত্রধর, বন্ধু মনির হোসেনসহ অন্যরা।

গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
ছবি: বন্ধুসভা

অপর দিকে রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা ২৯ আগস্ট জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউট বিদ্যালয়ে বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের মধ্যে তিন শতাধিক আম্রপালি, কাঁঠালগাছ, নিমগাছ, তালগাছ, লেবুগাছ ও খেজুরগাছের চারা উপহার দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. মোহসিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারেক গ্রামসহ নতুন বাজার মুরগির ফার্ম, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাস্তার ধারে আরও চার শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান বলেন, জেলা সদরের বানীবহ ইউনিয়নের বারেক গ্রামের বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তার ধারে তাল ও খেজুরগাছের চারা রোপণ করা হয়। সব মিলিয়ে বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় স্থানীয় একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকেও সদর উপজেলায় মোট এক হাজারের বেশি বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বন্ধুরা নিজেদের পক্ষ থেকেও কিছু গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছেন।