কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ইফতার ও নতুন জামা বিতরণ

নতুন জামা হাতে উচ্ছ্বসিত শিশুদের সঙ্গে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ একটি আলোকশিখার নাম। যে আলোর বিচ্ছুরণে ঈদ হয়ে ওঠে সহমর্মিতার এক অনন্য উদাহরণ।

দেশের বিভিন্ন প্রান্তে ভালোর সঙ্গে আলোর সংযোগ ঘটিয়ে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ১৪০টির বেশি বন্ধুসভা প্রান্তিক, সুবিধাবঞ্চিত, অবহেলিত জনগোষ্ঠীর বেদনাতুর হৃদয়ে সহমর্মিতার আলোকশিখা প্রজ্বলিত করে। কোথাও স্থানীয় বন্ধুসভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ঈদের খাদ্যসামগ্রী, কোথাও নতুন জামা, কোথাও পবিত্র রমজানে রোজাদারদের মধ্যে ইফতারসামগ্রী তুলে দিয়ে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে নিরলস প্রচেষ্টায়।

কেরানীগঞ্জ বন্ধুসভাও এবার আয়োজন করেছে ‘সহমর্মিতার ঈদ’। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোট ২৬ জন শিশুর হাতে প্যাকেট করা ইফতারি ও ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। শিশুরা সবাই স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থী এবং জিনজিরা ইউনিয়ন ও কলাতিয়া ইউনিয়নের কোমলমতি শিশু।

কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ইফতার ও নতুন জামা বিতরণ
ছবি: বন্ধুসভা

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা, জেলা ও দায়রা জজ আবদুল হান্নান, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম, শিক্ষক প্রতিনিধি সালেহ আহমেদ, দাতা সদস্য জাকির হোসেন প্রমুখ। বন্ধুদের মধ্যে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধু রিয়াজ আহমেদ, রেবেকা সুলতানা, আবৃত্তিকার শহিদুল ইসলাম, বন্ধুসভার সহসভাপতি তানজিমা নুসরাত, নাজিউল্লাহ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক শামসুন নাহার, সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনাজ শানু, দপ্তর সম্পাদক আনাস আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইউসুফ ইয়ানান, কার্যনির্বাহী সদস্য মাহিমুন কবীর, বহ্নিশিখা দাশ, এস এম নাসিরসহ অন্য বন্ধুরা। সঞ্চালনা করেন সভাপতি এইচ এম রুবেল।

ইফতারি ও ঈদের নতুন জামা হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমল শিশুদের মুখে হাসির ফোয়ারা ফোটে! তাদের অপার্থিব এক চিলতে হাসি যেন বাঁকা চাঁদের ফালি হয়ে ভাসছিল। সবশেষে মুয়াজ্জিনের মধুর সুরে ভেসে আসা সুমধুর আজানের ধ্বনিতে বন্ধুসভার সবাই ইফতারে শামিল হন।

সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা