বশেমুরকৃবি বন্ধুসভার একটি ভালো কাজ
গত ২৫ অক্টোবর সারা দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চলে এই পরীক্ষা। এ উপলক্ষে বিভিন্ন ছাত্রসংগঠন পরীক্ষার্থীদের সেবামূলক কাজে এগিয়ে আসে। বিশেষ করে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা প্রদান, বিনা মূল্যে কলম ও পানির সরবরাহ, মুঠোফোন ও ব্যাগ জমা রাখার ব্যবস্থা; এমনকি বাইকে করে পরীক্ষার্থীদের নির্দিষ্ট ভবনে পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত ছিল।
এ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সেবায় অনন্য ভূমিকা পালন করেছে বশেমুরকৃবি বন্ধুসভা। এ উপলক্ষে তাঁরা ৬০ জনের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে। স্বেচ্ছাসেবক দলটি বিশেষ তিনটি সেলে বিভক্ত ছিল— একটি সেল আগের দিন রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করে; দ্বিতীয় সেল পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ও ব্যাগ জমা রাখার কাজে নিয়োজিত ছিল; এবং তৃতীয় সেলটি পরীক্ষার্থীদের পরীক্ষার হল ও নির্দিষ্ট রুম খুঁজে পেতে সহায়তা করে।
বন্ধুরা জানান, প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের সেবায় এ কাজ করা হয়।
বন্ধু, বশেমুরকৃবি বন্ধুসভা