প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কাতার বন্ধুসভা। ৩১ মার্চ স্থানীয় সময় বিকেল চারটায় কাতারের রাজধানী দোহার মুনসুরা মেট্রোরেল স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা দ্রুত প্রত্যাহার এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।