সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠার আসর

পিঠা নিয়ে বসে আছে শিশুরা, পাশে দাঁড়িয়ে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক হিসেবে মুখরোচক পিঠা তৈরি করে আসছে। আমাদের হাজার বছরের ঐতিহ্যের অন্যতম এটি। কিন্তু যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে পিঠার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু।

সুবিধাবঞ্চিত এসব কোমলমতি শিশুদের নিয়ে ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় এমসি কলেজ ক্যাম্পাসে পিঠার আসরের আয়োজন করে বন্ধুসভা। এতে অন্তত ৩০ শিশু এই উৎসবে অংশ নেয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন এমসি কলেজ বন্ধুসভার উপদেষ্টা সুহেল আহমেদ, আমিনুল ইসলাম, তানভীর মাহফুজ, সহসভাপতি ইয়াসিন আরাফাত, জাকিয়া সুলতানাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা