রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত ছোটগল্প নিয়ে পাঠচক্রের আসর

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত কয়েকটি ছোটগল্প নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ছোটগল্পগুলো হলো—‘একরাত্রি’, ‘পোস্টমাস্টার’, ‘অতিথি’, ‘মাস্টারমশাই’ ও ‘অপরিচিতা’। ২৫ এপ্রিল বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন ‘একরাত্রি’ ও ‘পোস্টমাস্টার’ নিয়ে আলোচনা করেন। ‘অতিথি’, ‘মাস্টারমশাই’ ও ‘অপরিচিতা’ নিয়ে আলোচনা করেন ফাহিম মোনায়েম ও কামরুল ইসলাম।

পাঠচক্রের আসর শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আলোচনা শেষে বইয়ের ওপর বক্তব্য দেন সভাপতি ডা. জাকারিয়া জাকি, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল নাইমা, বন্ধু লামিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া।

সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকর্মের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হন বন্ধু লামিয়া আক্তার। পুরস্কার হিসেবে তাঁকে প্রথম আলোর ঈদসংখ্যা দেওয়া হয়।

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, বইমেলা সম্পাদক তাসকিন মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদুল হাসান, বন্ধু আমির হামজা, বিজয় হাসান ও রিয়াদ হোসেন।

বন্ধু, জামালপুর বন্ধুসভা