‘সেদিন শুকদ্বাদশীর রাত্রি। সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির পরিচিত নদীতটে শষ্পাশয্যায় লুটাইয়া পড়িল—যেন ধরণীকে, এই প্রকাণ্ড মূক মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, “তুমি আমাকে যাইতে দিয়ো না, মা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো।”’ খুলনা বন্ধুসভার পাঠের আসরে উক্তিটি ভেজা চোখে পড়ে অবহেলিত নারীদের কথা এবং তাঁর লেখার ভাষা ও মাধুর্যের বর্ণনা এভাবেই করেন বন্ধু সাম্মি আক্তার।
৩১ জানুয়ারি বিকেলে প্রথম আলো খুলনার অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠের আসরের বিষয় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সুভা’। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুই আক্তার।
বন্ধুরা কবিগুরুর এই গল্পের চরিত্র, পরিবেশ এবং সমাজ বাস্তবতার নানা দিক আলোচনা করেন। আলোচনার মাধ্যমে উঠে আসে, অবহেলিত কিশোরী সুভার কথা। বড়ো দুই বোন সুকেশিনী ও সুহাসিনীর সঙ্গে মিল রেখে মা–বাবার তার নাম রাখেন সুভাষিণী। যেন বোবা হয়ে জন্মগ্রহণ করাই ছিল তার পাপ; পরিবারের মানুষের দুর্ব্যবহার, খেলার সঙ্গীদের ব্যবহার প্রতিনিয়ত তাকে বেদনাদায়ক করে তোলে। নির্বাক প্রাণী সর্বাশী ও পাঙ্গুলি এবং ছাগলছানা ও বিড়ালছানাই যেন তার খেলার এবং আনন্দ-বেদনার একমাত্র অবলম্বন।
গোসাইদের ছোট ছেলে প্রতাপের মাছ ধরার উপযুক্ত সঙ্গী সুভা। সুভা যতই বড় হতে থাকে ততই যেন মা–বাবার বোঝা ভারী হতে থাকে। না চাওয়া স্বত্বেও মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ের পিঁড়িতে বসানোর সপ্তাখানেকের মধ্যে তার স্বামী বুঝতে পারে বোবার সঙ্গে বিয়ে হয়েছে। ‘সুভা’ ছোটগল্পটির মাধ্যমে সমাজে নারীদের অবস্থা নানা আঙ্গিকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ।
সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘লেখক অনেকগুলো চরিত্র সুভাষিণী চরিত্রের মাধ্যমে ধারণ করেছেন। একজন বাক্-প্রতিবন্ধীর যেকোনো কিছুর কমতি নেই, সেটা লেখক এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, আশপাশে যেসব প্রতিবন্ধী আছে, তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ, মমত্ববোধ, শ্রদ্ধা, মানবিকতা দেখানো; যাতে করে তারা অনেক বড় স্বপ্ন দেখতে পারে।’
উপদেষ্টা তুহিন রায় বলেন, ‘একটি চরিত্র একটি সমাজকে বদলে দিতে পারে, সমাজের চিত্র হয়ে ওঠে, দর্পণ হয়ে উঠতে পারে। রবীন্দ্রনাথ সেই কথাটি এখানে তুলে ধরেছেন। বাক্-প্রতিবন্ধী সুভা কিন্তু তার অঙ্গভঙ্গি, চিন্তা এবং মননে যে একটি আলাদা দর্শন বা জগৎ তৈরি করে, যেটি সমাজকে অন্যরকম বার্তা দেয়; রবীন্দ্রনাথ সেই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।’
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা