গাইবান্ধা বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

বৈঠক শেষে গাইবান্ধা বন্ধুসভার প্রতিনিধিদের সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলাছবি: বন্ধুসভা

গাইবান্ধা বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ৫ জানুয়ারি বিকেলে গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীনসহ গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা।

এ সময় গাইবান্ধা বন্ধুসভার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নেওয়াজুল মওলা তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা ও নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

সহসভাপতি, গাইবান্ধা বন্ধুসভা