গাজীপুর বন্ধুসভার পাঠচক্রে হাসান হাফিজুর রহমানের ‘একুশে ফেব্রুয়ারি’

গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

হাসান হাফিজুর রহমানের ‘একুশে ফেব্রুয়ারি’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়সংলগ্ন পলাশ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন আইনজীবী বন্ধু মাহমুদুল হাসান। একে একে অন্য বন্ধুরাও আলোচনায় অংশগ্রহণ করেন।

পাঠচক্র শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু নাজমুল হোসাইন বলেন, ‘“একুশে ফেব্রুয়ারি” হাসান হাফিজুর রহমানের একটি অনবদ্য সৃষ্টি। বইটি বাঙালি জাতির একটি অসামান্য দলিল। পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালি জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। এ বইয়ে স্থান পেয়েছে বিভিন্ন লেখকের কবিতা, প্রবন্ধ, গান ইত্যাদি।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক মনসুর হক, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আবিদা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মণ্ডল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বিজয় মিয়া, ম্যাগাজিন সম্পাদক হিরো মিয়া, কার্যনির্বাহী সদস্য ইমরান আকন্দ, বন্ধু নাহিদ আক্তারসহ অন্য বন্ধুরা।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা