নাটোর বন্ধুসভার পাঠচক্রে ‘নাটোরের ইতিহাস’

নবাব সিরাজ–উদ-দৌলা সরকারি কলেজ অডিটরিয়ামে নাটোর বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

সমর পালের লেখা ‘নাটোরের ইতিহাস’ বই নিয়ে পাঠচক্র করেছে নাটোর বন্ধুসভা। ২৪ জানুয়ারি বিকেলে নবাব সিরাজ–উদ-দৌলা সরকারি কলেজ অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাবনূর খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি সেলিম রেজা। তিনি নাটোরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পাঠচক্রে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, সহসভাপতি সুজন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক প্রান্ত মৈত্র, সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক মিন্নাত হোসেনসহ আরও অনেকে।

সহসভাপতি, নাটোর বন্ধুসভা