পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। পয়লা বৈশাখকে আরও সুন্দর ও রঙিন করতে এই উৎসবে অংশ নেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।
বছরের প্রথম সকাল শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। প্রাণবন্ত এই উৎসবে ছিল হাতি–ঘোড়া প্রদর্শন, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যবাহী জিনিস ও খাবারের বিভিন্ন স্টল। পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভারও একটি স্টল ছিল। স্টলে ছিল হাত ও মুখে আলপনা আঁকার ব্যবস্থা, হাত–মাথার গাজরা, বিভিন্ন রঙের আবির, আলতাসহ আরও অনেক কিছু। স্টলটিকে আকর্ষণীয় করতে বাঙালির নানা চিত্র ও কারুকার্য দ্বারা সাজানো হয়।
বন্ধুসভার স্টলে আশপাশের গ্রাম থেকে আসা বাচ্চাদের বিনা মূল্যে আলপনা এঁকে দেওয়া হয়। আয়োজনে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টারা, সভাপতি তুষার চন্দ্র, সাধারণ সম্পাদক নিগম সেনসহ বন্ধুরা।
সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা