‘ভালো বই হচ্ছে সবার বন্ধু, শিক্ষক ও অভিভাবকের মতো। বই মানুষকে আলোকিত পথ দেখায়। প্রকৃত মানুষ হতে গেলে বই পড়তে হবে।’
ফেনীতে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা। ৩০ নভেম্বর ফেনী বন্ধুসভার আয়োজনে জেলা শহরের মিজান রোডের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
ফেনীর ১০টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০টি বই উপহার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ছাগলনাইয়া পাঠাগার, মহামায়া গণপাঠাগার, সোনাগাজীর শহীদ কায়সার-রায়হান স্মৃতি গণপাঠাগার, ফুলগাজীর আজমীরি বেগম বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন, সদর উপজেলার বাগেরহাট উচ্চবিদ্যালয়, সাঈদী-মেহেদী পৌর বিদ্যানিকেতন, দাগনভূঞার রঘুনাথপুর উচ্চবিদ্যালয়, সোনাপুর উচ্চবিদ্যালয় ও ফেনী সিটি গার্লস হাইস্কুল।
স্বাগত বক্তব্যে প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের বলেন, ‘নতুন প্রজন্মকে বইমুখী করতে বিকাশ ১০ বছর ধরে বই বিতরণ করছে। এ বছর ১ লাখ ২০ হাজার বই দিচ্ছে। অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বই পৌঁছে দিতে বিকাশের এই উদ্যোগ চলমান থাকবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ফেনী সিটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল্যাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের (ফেনী) উপপরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মিলন, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ প্রমুখ।
ফেনী বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, আবুল খায়ের, আমজাদ হোসাইন, কার্যনির্বাহী সদস্য শেখ আশিকুন্নবী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, ফারজানা আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক জান্নাত আক্তার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুর উদ্দিন ভূঞা, বন্ধু হারাধন নন্দী নিলয়, মনিরুল ইসলাম, রিশাদ হোসেনসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা