ফলের স্বাদ কেবল পেটই ভরায় না, মনও ভরায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফল উৎসবছবি: বন্ধুসভা

ফল মানেই শুধু খাবার নয়, তা এক আনন্দ, এক প্রাকৃতিক উপহার। মৌসুমি এ ফলগুলো প্রকৃতির রং, রস, সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। সে সৌন্দর্যকে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ফল উৎসব। ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শিক্ষক লাউঞ্জে এ উৎসব অনুষ্ঠিত হয়।

আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, ড্রাগন, জাম, তরমুজসহ নানা রকম দেশি-বিদেশি মৌসুমি ফল দিয়ে বর্ণিলভাবে সাজানো হয় টেবিল। অতিথি, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের স্বাগত জানানো হয় ফলের স্বাদ ও রঙে রঙিন পরিবেশে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ জি এম নেউয়াজ উদ্দিন। তিনি মৌসুমি ফলের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছ থেকে আম-কাঁঠাল পাড়ার স্মৃতিচারণা করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আলোচনা পর্ব শেষে শুরু হয় ফলভোজন। কেউ চুষছেন কাঁঠালের কোয়া, কেউ মুগ্ধ হয়ে খাচ্ছেন ড্রাগন ফল, আবার কেউ পেয়ারার সঙ্গে চাটমসলা মিলিয়ে দিচ্ছেন নিজস্ব স্বাদের ছোঁয়া। আড্ডা, হাসি আর ছবি তোলার মুহূর্তে জমে ওঠে ক্যাম্পাসের এ ক্ষণিকের আনন্দ-জগত।

ফলাহার শেষে শুরু হয় গানের আসর। সুরের ঝঙ্কারে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায় বন্ধু আফিয়া আনজুম, ইজাজ বিন হুসাইন, নন্দিতা চক্রবর্তী ও ফাল্গুনী ভট্টাচার্যের গাওয়া জনপ্রিয় গানগুলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফল উৎসব।

সাংস্কৃতিক সম্পাদক বিনয় সূত্রধর বলেন, ‘দেশি ফলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে বন্ধুসভার এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এটা শুধু উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতি ও সুস্থ জীবনযাপনের অংশ।’

যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ হোসেন বলেন, ‘ফলের স্বাদ কেবল পেটই ভরায় না, মনও ভরায়। ঋতুর পর ঋতু ঘুরে আসে প্রকৃতির নতুন বার্তা আর সেই বার্তাবাহক হিসেবে আসে নানা রকমের রসালো ফল। এ উৎসব শুধু আনন্দের জন্য নয়, এটি স্বাস্থ্যসচেতনতা ও সাংগঠনিক বন্ধুত্ব বৃদ্ধির একটি বড় উদ্যোগ। প্রাকৃতিক খাবারকে ভালোবাসতে শেখানোই আমাদের মূল বার্তা।’

উৎসবের আহ্বায়ক ছিলেন বন্ধু তাবাসসুম কায়সার। সহ–আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রিপা সাহা ও মারিয়া আলম এবং সদস্যসচিব ছিলেন বিনয় সূত্রধর।

প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা