‘একদিন দল বেঁধে কজনে’ শিরোনামে চড়ুইভাতি করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ৮ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১ নম্বর হল–সংলগ্ন আমিন মডেল টাউনে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধুরা আনন্দ-উৎসবে সময় কাটান।
সকাল ১০টায় শুরু হয় সিনিয়র-জুনিয়রদের মধ্যে ক্রিকেট খেলা। এক পাশে খেলা চলে, আরেক পাশে চলে রান্নার প্রস্তুতি। বন্ধুরা নিজেরাই রান্না করেন।
দুপুরে নামাজের বিরতি শেষে সবাই একসঙ্গে খেতে বসেন। খাবারের মেনুতে ছিল মিষ্টিকুমড়া ভর্তা, মরিচ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল–আলু ঘুঁটনি ও ডিম।
খাওয়ার পর্ব শেষ হলে শুরু হয় মেয়েদের হাঁড়ি ভাঙা খেলা। পাশাপাশি বিক্রি হয় লটারির টিকিট। কার্যনির্বাহী সদস্য মুসাভভির সাকির, ম্যাগাজিন সম্পাদক সালমান ফারসি ও বন্ধু সৌরভ লটারি বিক্রি করেন।
হাঁড়ি ভাঙা খেলায় বিজয়ী হন কার্যনির্বাহী সদস্য তাসফিয়া তাবাসসুম, মানিহা হিমু ও পাঠচক্র ও পাঠাগার সম্পাদক ঈশিতা মণ্ডল। সবশেষে লটারির পুরস্কার বিতরণ করা হয়। ১০ জন বিজয়ীকে বইসহ আরও অনেক আকর্ষণীয় উপহার দেওয়া হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধু হৃত্তিক মজুমদার ও রিয়ান আহাম্মেদ। সভাপতি সাব্বির আহমেদ বলেন, ‘আমি যখন প্রথম বন্ধুসভায় এসেছিলাম, সেদিন ছিল চড়ুইভাতি। ড্যাফোডিল বন্ধুসভায় আমার যাত্রাও চড়ুইভাতির মাধ্যমে শেষ হলো।’
চড়ুইভাতিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, প্রচার সম্পাদক আবদুর রহমান, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক ঈশিতা মণ্ডল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইনছান কবির, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, বইমেলা সম্পাদক রাকিবুল হক, কার্যনির্বাহী সদস্য মুশফিক জামাল, পারমিতা নাগ, সাদমান হোসেন, ইশরাত জাহান, আতিকুর রহমান, সাব্বির হোসেনসহ অন্য বন্ধুরা।