‘ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’

ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় ভাষাশহীদদের স্মরণে বন্ধুরা পুষ্পস্তবক অর্পণ করেন।

গত কমিটির সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাস্তায় নেমে এসেছিলেন তরুণ ছাত্ররা। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার। একুশের ভাষাশহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব-অহংকার। ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ভাষার মাধ্যমেই আমরা প্রকাশ করি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি। একুশের চেতনা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক জি এম মনিরুজ্জামান, গোলাম কিবরিয়া, সভাপতি দীপক চন্দ্র দেব, দপ্তর সম্পাদক আদনানুল আলমসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা