‘প্রতিষ্ঠার পর থেকেই প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। সঠিক তথ্যের ওপর ভিত্তি করে এখনো মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে। আমরাও প্রথম আলোর সঙ্গে আছি।’
৯ নভেম্বর বিকেলে রাজবাড়ীতে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথাগুলো বলেন অতিথিরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বন্ধু নাহিদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইয়ুব আলী সরদার বলেন, সাংবাদিকদের সব সময় বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত, যা প্রথম আলো সব সময় করে আসছে। এ কারণে তারা আজও শীর্ষস্থান ধরে রেখেছে।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আইনজীবী খান মোহাম্মদ জহুরুল হক বলেন, ‘প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকে সঠিক সংবাদ পরিবেশন করে আসছে। সংবাদের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত থাকে। এ কারণে প্রথম আলো এখন দেশসেরা জাতীয় দৈনিক পত্রিকা। তাদের নানা কর্মকাণ্ড ভালো লাগে বলেই শুরু থেকেই সঙ্গে আছি। আর সাংবাদিকতা জগতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান একজন আইডল।’
জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন বলেন, প্রথম আলো অনেক বাধা উপেক্ষা করে নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। মেধাবীদের বৃত্তি প্রদান, অসহায়দের পাশে দাঁড়ানো, দুর্যোগে বিপদাপন্ন মানুষের কাছে ছুটে যাওয়ার মতো কাজটি তারা করছে। কয়েক দিন আগেও জেলার ২৫টি স্কুল ও লাইব্রেরিতে বই উপহার দিয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সম্পাদক পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, জেলার শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক শাহানাজ পারভীন। সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সহসভাপতি চৌধুরী ইমরুল আহসান।
এ ছাড়া অনুষ্ঠানে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মইনুল হক, সাবেক সাধারণ সম্পাদক সফিক মন্ডল, বন্ধু ফয়সাল মাহমুদ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিবেশন করেন বন্ধু শিল্পী আবদুল জব্বার ও কানিজ ফাতিমা।
আলোচনা শেষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় জেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ও কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। চারজনই বন্ধুসভার বন্ধু।