দুস্থ পরিবারের মধ্যে শাবিপ্রবি বন্ধুসভার নগদ অর্থসহায়তা

নগদ অর্থসহায়তা পাওয়ার পর বৃদ্ধার মুখে হাসি
ছবি: বন্ধুসভা

‘আল্লাহ তোমাদের অনেক বড় করুক। তোমরা শিক্ষিত ছেলেরা যদি গরিব মানুষের পাশে দাঁড়াও তাহলে আমাদের উপকার হয়। অনেক খুশি হইলাম বাবা!’ শাবিপ্রবি বন্ধুসভার কাছ থেকে নগদ অর্থসহায়তা পেয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন আউয়াল মুন্সী (ছদ্মনাম)।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা মোট ১৪টি দুস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা করেছে।

এ বিষয়ে শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বাণী ছড়িয়ে দিতে মাহে রমজান আমাদের মাঝে আসে। ঈদ উপলক্ষে আমাদের নানামুখী পরিকল্পনা থাকলেও আশপাশেই অনেক মানুষকে উৎসবের এই আমেজ ছুঁতে পারে না। তাই ঈদের আনন্দ সব পর্যায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এ উদ্যোগ।’

উপদেষ্টা সাকিব শাহরিয়ার বলেন, ‘নানাবিধ গঠনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ‘সহমর্মিতার ঈদ’ প্রথম আলো বন্ধুসভার একটি অসাধারণ উদ্যোগ। মানবিকতা চর্চার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি।’