‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বন্ধুসভা। ২ সেপ্টেম্বর পৌর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও নদীর ধারে চারা গাছ রোপণ করেন বন্ধুরা।
বন্ধুসভার এ কার্যক্রমে গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স। পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে নিমগাছ, কদমগাছ, আমগাছ ও কাঁঠালগাছের চারা রোপণের মধ্য দিয়ে তিন দফায় গাছ রোপণের কর্মসূচি শুরু হয়। পরবর্তী সময়ে শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া লাচ্ছি নদীর দুই ধারে চারা গাছ রোপণ করা হয়।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে পীরগঞ্জ প্রেসক্লাব, পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা বলেন, ‘নির্বিচার বৃক্ষ নিধন করে আমরা আমাদের সবুজ দেশকে মরুকরণের দিকে ধাবিত করছি। প্রথম আলো বন্ধুসভার এই মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।’
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী বলেন, ‘বন্ধুসভা পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে গাছ রোপণের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমে অংশ নিতে পেরে অত্যন্ত খুশি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ বন্ধুসভার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বন্ধুসভার বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, পীরগঞ্জ বন্ধুসভা