পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্ধুসভার প্রয়াস

পীরগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বন্ধুসভা। ২ সেপ্টেম্বর পৌর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও নদীর ধারে চারা গাছ রোপণ করেন বন্ধুরা।

বন্ধুসভার এ কার্যক্রমে গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স। পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে নিমগাছ, কদমগাছ, আমগাছ ও কাঁঠালগাছের চারা রোপণের মধ্য দিয়ে তিন দফায় গাছ রোপণের কর্মসূচি শুরু হয়। পরবর্তী সময়ে শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া লাচ্ছি নদীর দুই ধারে চারা গাছ রোপণ করা হয়।

গাছ রোপণের জন্য মাটি খনন করছেন পীরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে পীরগঞ্জ প্রেসক্লাব, পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা বলেন, ‘নির্বিচার বৃক্ষ নিধন করে আমরা আমাদের সবুজ দেশকে মরুকরণের দিকে ধাবিত করছি। প্রথম আলো বন্ধুসভার এই মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।’

পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী বলেন, ‘বন্ধুসভা পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে গাছ রোপণের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমে অংশ নিতে পেরে অত্যন্ত খুশি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ বন্ধুসভার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বন্ধুসভার বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, পীরগঞ্জ বন্ধুসভা