শিশুদের রঙিন পোশাক উপহার দিল যশোর বন্ধুসভা

যশোর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

সবার ঈদ রাঙিয়ে তুলতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে অর্ধশত শিশুকে নতুন রঙিন জামা উপহার দিয়েছে যশোর বন্ধুসভা। গত ৩ মার্চ এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বন্ধুরা জানান, ‘বিতরণের আগে প্রত্যেক শিশুকে বরণ করে নেওয়া হয় ফুল, চকলেট ও বেলুন দিয়ে। উপহার দেওয়ার সময় শিশুদের প্রফুল্লতা ও আনন্দ আমাদের প্রাণে প্রশান্তির জোয়ার বয়ে আনে।’

উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাহেদ চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, যশোর বন্ধুসভার সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক হামিদা হিমুসহ আরও অনেকে।

শিশু তাহসিনের মা বলেন, ‘এবার ঈদে ভেবেই রেখেছিলাম আমার বাচ্চাটার জামাকাপড় দেওয়া হবে না। কিন্তু এখন অনেক খুশি লাগছে বাচ্চার মুখের হাসি দেখে।’

আরেক শিশু সাব্বিরের দাদি বলেন, ‘এতিম পোলাটাকে নিয়ে চিন্তায় ছিলাম, এ বছর সংসার চলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর নতুন জামা তো অনেক পরের কথা। কিন্তু এখন আসলেই ভালো লাগছে।’

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা