ব্রায়ান ট্রেসির লেখা বই ‘টাইম ম্যানেজমেন্ট’ নিয়ে পাঠের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ১৯ জানুয়ারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
ব্রায়ান ট্রেসির লেখা বইয়ের ভাবানুবাদ নিয়ে আলোচনা শুরু হয়। বইটির প্রথম অধ্যায় ‘সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান’ পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক পৌষি বড়ুয়া। ‘নিয়ন্ত্রণ সূত্র’ পাঠ করেন বইমেলা সম্পাদক শ্রাবন্তী ধর। সপ্তম অধ্যায় ‘প্রতিদিনকার অনুসূচি তৈরি করুন’ পাঠ করেন সভাপতি সাইফুল ইসলাম।
পাঠচক্রে উঠে আসে সময় ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা বুঝতে পারেন, সময় অনুযায়ী কাজ করলে সফলতা অর্জন সহজ হয়। প্রতিটি কাজকে তিনটি শ্রেণিতে ভাগ করার বিষয়েও আলোচনা হয়। এক. অতি গুরুত্বপূর্ণ কাজ, যা অবশ্যই সম্পন্ন করতে হবে; দুই. মাঝারি গুরুত্বপূর্ণ কাজ, যা করা যায়, তবে না করলেও বিশেষ ক্ষতি হয় না; তিন. অপ্রয়োজনীয় কাজ, যা করলে কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ে না।
রবার্ট হাফ ইন্টারন্যাশনালের জরিপের তথ্য অনুযায়ী, অধিকাংশ মানুষ তাদের কর্মঘণ্টায় ৫০ শতাংশ সময় অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেন। এই তথ্যের আলোকে বন্ধুরা সময়ের সঠিক ব্যবহার এবং কার্যকর অনুসূচি তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নুজহাত সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক রাউজাতুল মুস্তাফা, ম্যাগাজিন সম্পাদক নুসরাত লিমা, অর্থ সম্পাদক শহীদুল আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইকবাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আয়েশা সিদ্দিকা, সাংস্কৃতিক সম্পাদক জেসমিন ত্রিপুরা, দপ্তর সম্পাদক তাসফিয়া কাদের, সহসভাপতি ইসমাম ইব্রাহীম, কার্যনির্বাহী সদস্য পূর্ণিমা নাথ, বন্ধু অপু দে, ফাহিম ইসলামসহ অন্য বন্ধুরা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা