সবার আগে স্বাস্থ্য

কুষ্টিয়া বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ডা. ফারহানা মোবিনের লেখা ‘সবার আগে স্বাস্থ্য’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ১৪ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো কুষ্টিয়া অফিসে এটি অনুষ্ঠিত হয়।

‘সবার আগে স্বাস্থ্য’ বইটিতে লেখক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন খাদ্য উপাদানের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। পাঠচক্র পরিচালনা করেন বন্ধু রিজিয়া খাতুন।

বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পাঠচক্রে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান এবং প্রথম আলোর আঞ্চলিক বিজ্ঞাপন সহযোগী রুহুল আমিন।

প্রশিক্ষণ সম্পাদক, কুষ্টিয়া বন্ধুসভা