সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

ভৈরব বন্ধুসভার বর্ষাদর্শন
ছবি: আনাস খান

সাতক্ষীরা: বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ আগস্ট সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণবার্ষিকীতে অনুষ্ঠিত হয় ‘কথা ও কবিতায় বাইশে শ্রাবণ’।

ভৈরব: ‘উদযাপন করব বর্ষা, চারদিকে খুশির পসরা’ স্লোগানে ১১ আগস্ট ভৈরব বন্ধুসভা ‘বর্ষাদর্শন’ শিরোনামে আয়োজন করে নৌবিহার। ৪০ জনের বহর নিয়ে মেঘনা নদীতে উচ্ছ্বাসে মাতেন বন্ধুরা। এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় মুদ্রিত বই পড়ার দলগত পাঠচক্রের আসরে নির্ধারিত বই ছিল আয়মান সাদিক ও সাকিব বিন রশিদের লেখা আত্মউন্নয়নমূলক বই লোকে কী বলবে।

নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের দেওয়া গাছের চারা হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

জামালপুর: ১১ আগস্ট বিকেলে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নন্দিত নরকে উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেন বন্ধুসভার বন্ধুরা।

নোয়াখালী: বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৫ ও ১৬ আগস্ট দুই দফায় গাছের চারা রোপণ ও স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা। ডেঙ্গু নিয়ে বন্ধুদের সতর্ক ও সচেতন করা এবং আশপাশের সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১২ আগস্ট অনলাইনে ‘ডেঙ্গু থেকে সাবধান হই/সচেতনতাতেই মুক্তি, সবার হোক এক যুক্তি’ স্লোগানে আলোচনা সভা করে নোয়াখালী বন্ধুসভা।

চাঁদপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

চাঁদপুর: মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ড. মুনতাসীর মামুন রচিত বীরাঙ্গনা ১৯৭১ গ্রন্থ নিয়ে ১২ আগস্ট পাঠচক্র করে চাঁদপুর বন্ধুসভা।

নওগাঁ: ১০ আগস্ট প্রথম ধাপে নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার সালাফিয়্যাহ মাদ্রাসা কমপ্লেক্স চত্বরে ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছেন বন্ধুরা।

রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৭ আগস্ট বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ৭ ও ৮ আগস্ট শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তিন হাজার মাল্টা ও কমলা ফলের গাছের চারা বিতরণ করা হয়।