ঠাকুরগাঁও বন্ধুসভার বইঘরে পাঠকদের উপচে পড়া ভিড়

ঠাকুরগাঁওয়ে অমর একুশে বইমেলায় বন্ধুসভার স্টলে পাঠকদের ভিড়ছবি: বন্ধুসভা

ঠাকুরগাঁওয়ে শেষ হলো তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। জেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় প্রথমা প্রকাশনের সহযোগিতায় স্টল দিয়ে অংশগ্রহণ করে ঠাকুরগাঁও বন্ধুসভা।

মেলার প্রথম দিন বন্ধুসভার স্টল উদ্বোধন করেন ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান খান। সায়েন্স ফিকশন, কথাসাহিত্য, থ্রিলার, রোমান্স, রাজনৈতিক, ছোটদের কমিক, কবিতা, আত্মোন্নয়নমূলক বইসহ নামীদামি লেখকের নানা ধরনের বই পাঠকের চাহিদার কথা মাথায় রেখে স্টল সাজিয়েছেন বন্ধুরা। একই সঙ্গে রাখা হয় নতুন বন্ধু সংগ্রহ।

বন্ধু রিম ও ঐশ্বী স্টলে বই সাজাতে সাজাতে বলেন, ‘আমরা প্রতিবছর অপেক্ষা করি কখন বইমেলা শুরু হবে। কারণ, বইমেলায় বন্ধুসভার স্টলে থাকতে ভালো লাগে। অনেক মানুষের সঙ্গে পরিচয় ও কথা বলার সুযোগ হয়, যা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।’

ঠাকুরগাঁও বন্ধুসভার বইঘরে সব ধরনের পাঠকের জন্য বই রাখা হয়
ছবি: বন্ধুসভা

যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘বইয়ের স্টলে থাকলে অনেক বই ও লেখকের নাম জানা যায়। এ ছাড়া তাঁদের সম্পর্কে মোটামুটি ধারণা তৈরি হয়, যা আমাদের পরবর্তী জীবনে বেশ সহায়ক হবে।’

সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘আমরা পাঠকদের কথা চিন্তা করে স্টলে সব ধরনের বই রেখেছি। আমাদের দুজন বন্ধুর লেখা বইও রাখা হয়েছে।’

সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সাধারণত প্রথমা প্রকাশনের বই পাওয়া যায় না। যেহেতু গত বছর আমাদের স্টলে প্রথমা প্রকাশনের ক্রেতার চাহিদা ছিল, তাই এবার আমরা স্টল রেখেছি।’ প্রতিদিন বইমেলা থেকে লাইভ করেন বন্ধু নুর ইসলাম।

তিন দিনব্যাপী এই বইমেলায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ শিহাব, অর্থ সম্পাদক নুসরাত জাহান, বন্ধু তাসমিহা ঐশ্বী, আইভি আক্তার, নজরুল ইসলাম, ফাইয়াজ মাহমুদ, নাফিয়া রহমান ও রাদ শাহামাদ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন বইমেলা সম্পাদক নুর ইসলাম।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা