ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র ও পিঠা উৎসব
পিঠা উৎসব, মাসিক সভা ও পাঠের আসর করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২৮ জানুয়ারি শহরের দেবদারু এভিনিউর বিপরীতে নদীর পাড়সংলগ্ন স্থানে এটি অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা তাবাসসুমের সঞ্চালনায় শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পাঠাগার ও পাঠচক্র সম্পাদক প্রভাষ কুমার শর্মার পরিচালনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প ‘পরেশ’ নিয়ে পাঠের আসরে অংশগ্রহণ করেন সবাই।
পাঠচক্র শেষে বইটির ওপর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা হয়। বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ছিল গানের কলি খেলা। এটি পরিচালনা করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুমন আহম্মেদ। শেষ পর্যায়ে অনুষ্ঠানটির আহ্বায়ক তনুশ্রী সাহার পরিবেশনায় বন্ধুরা শীতকালীন পিঠা উপভোগ করেন।
সবশেষে অনুষ্ঠিত হয় মাসিক সভা। যেখানে জানুয়ারি মাসের সেরা বন্ধু নির্বাচন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সেরা বন্ধু নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মোছা. হানিফা। এই পর্বটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ফারদিন আহম্মেদ।
আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি বিপাশা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুষেন্দু কুমার ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, শুভাকাঙ্ক্ষী শাহানয়েজ মিঠু, বন্ধু দাউদ ইব্রাহিম, সৈয়দ মুশফিক আহম্মেদ ও ললিত কবিরসহ অন্যান্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা