তাঁরা অনন্যা

বিতর্কে বিজয়ী (বাঁ থেকে) প্রথম খাদিজা শারমিন, দ্বিতীয় শাহারা লিমা ও তৃতীয় হামিদা নিসাছবি: সংগৃহীত

‘জাগো নারী বহ্নিশিখা’, ‘আমার আমি’ ও ‘গাহি সাম্যের গান’ এই তিনটি বিষয়ের ওপর ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিতর্কের ভিডিও তৈরি করে পাঠান। সেগুলোর মধ্য থেকে বিচারকদের রায়ের ভিত্তিতে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৯ মার্চ সন্ধ্যায় অনলাইন জুম অ্যাপে আয়োজিত বন্ধুসভার নারী দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। বিতর্কে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাস্তবতা হলো পৃথিবীটা এখনো নারীকে পুরুষের সমকক্ষতা অর্জনের সুযোগ দেয়নি। আমরা চাই নারীরা সমকক্ষতা অর্জন করুক এবং সব জায়গায় স্বীকৃতি পাক। শিক্ষাদীক্ষায় সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা করি।’

এর পরই তিনি ফল ঘোষণা করেন। প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা শারমিন, দ্বিতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারা লিমা এবং তৃতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদা নিসা। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আরও পাঁচজনকে বিশেষ সনদ দেওয়া হবে। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রাবস্তি তালুকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাবাসসুম রিচিকা ও রুবিনা তিথী, শহীদ পুলিশ স্মৃতি কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফাইয়াত আমিন এবং বাংলাদেশ ইউনিভার্সিটির সুমাইয়া ইব্রাহিম।

বিজয়ী হওয়ার অনুভূতি সব সময়ই বিশেষ উল্লেখ করে খাদিজা শারমিন নিজের অনুভূতি ব্যক্ত বলেন, ‘নারী দিবস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে সহায়তা করার জন্য যে বুয়া প্রতিদিন সকালে বাসায় আসেন, আবার আমি যখন বাইরে যাই, যত নারী দেখি, প্রত্যেকেই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।’ শাহারা লিমা বলেন, ‘এই ধরনের আয়োজন নারীদের এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সাহস জোগাবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক জাফর সাদিক প্রমুখ। বিচারক হিসেবে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফাল্গুনী মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান, বাংলাদেশ টেলিভিশনের বিতার্কিক ইসরাত জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি সাইমুম বৃষ্টি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুফিয়া কামাল হল ডিবেটারস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফাহমিনা বর্ষা।

ম্যাগাজিন সম্পাদক, বন্ধুসভা জাতীয় পর্ষদ