শিশুদের ঈদের রঙিন জামা উপহার দিল জাবি বন্ধুসভা
ঈদ মানে আনন্দ। এ দিন সব মানুষের জন্য খুশির এবং উৎসবমুখর। সবাই নতুন রঙিন কাপড় পরে হেসেখেলে বেড়ায় সারা দিন। তবে সবার জন্য দিনটি একই রকম আনন্দের হয় না। তাই প্রতিবছরের মতো এ বছরও জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
সুবিধাবঞ্চিত শিশুরাও যেন দিনটি আনন্দের সঙ্গে উপভোগ করতে পারে, তারই ক্ষুদ্র প্রচেষ্টা করেছে জাবি বন্ধুসভা। ১৪ মার্চ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির ছাদে শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। প্রতিটি উপহারের ব্যাগে ছিল একটি করে শার্ট ও টি-শার্ট। উপহার পেয়ে শিশুরা যেন মনের অজান্তেই প্রতিযোগিতা করছিল কার চেয়ে কে বেশি খুশি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি হামিদা জান্নাত, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, জাবি বন্ধুসভার সাবেক সভাপতি সুমাইয়া জামান, সাধারণ সম্পাদক অনুপ সরকার, বর্তমান সভাপতি শেখ হামিম, সাধারণ সম্পাদক রেজনান চৌধুরীসহ অন্য বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, জাবি বন্ধুসভা