মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার প্রত্যয় বন্ধুদের

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বন্ধুরা স্বতঃপ্রণোদিতভাবে নানা ভালো কাজে অংশ নিয়ে থাকেন। এ জন্য আমরা বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। বন্ধুদের হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এ চেতনাকে বুকে লালন করে সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে হবে।’ ৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার নবগঠিত কমিটির সভায় এ কথা বলেন উপদেষ্টা আনোয়ার হোসেন।

এদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন, ফারুকা বেগম, রফিকুল হাসান, সাবেক সভাপতি সাঈদ মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর প্রমুখ।

২০২৪ সালের কর্মপরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন। তিনি জানান, বন্ধুসভার বছরব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় পাঠচক্রকে। এবার বেশি বেশি পাঠচক্রের আয়োজন করা হবে। পরে তিনি একটি কবিতা আবৃত্তি করে শোনান।

সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, বন্ধুসভার বন্ধুরা সারা বছর ধরে নানা কর্মসূচি করে থাকে। এখানে বন্ধুরা স্বার্থহীনভাবে কাজ করে। আনন্দ আড্ডা, নানা ভালো কাজসহ পাঠচক্রে ব্যস্ত থাকে। এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা করব।

সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, রজনী ভাস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতি ঠাকুর, সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, দপ্তর সম্পাদক চাঁদনী খাতুন, অর্থ সম্পাদক ইসরাত জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমনা আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক দিগন্ত কুমার ঘোষ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরিফা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আরেফিন অপু, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য জাহিদুল আবেদীন, শামীমা মিম, বন্ধু মো. মাহমুদ ও মো. মেরাজ।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা