‘গাছ মানুষকে শিক্ষা দেয় কীভাবে নিজেকে অন্যের তরে বিলিয়ে দিতে হয়’

গাছ রোপণ করছেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় জেলা শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কিছু চারা বিতরণ করা হয়।

গত ২৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এই কর্মযজ্ঞ মাসব্যাপী চলেছে শহরের রাস্তার মোড়, অফিসের আঙিনায়, বন্ধুদের নিজ বাড়িসহ আরও বেশ কয়েকটি জায়গায়।

প্রথম দিন কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ইবনে আইন মারুফ এবং কলেজটির উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহিন মৃধা। আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, স্কুল ও কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও দক্ষিণ মৌড়াইল এলাকার স্থানীয় মানুষেরা। বিতরণ করা হয় আম্রপালি জাতের গাছের চারা।

বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসে বৃক্ষ রোপণ করেন। এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আবু হানিফ, সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপে ২৭ আগস্ট বন্ধুরা একে একে শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভ. মডেল গার্লস হাইস্কুল ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে আম্রপালি গাছের চারা রোপণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন বলেন, ‘বৃক্ষের কোনো বিকল্প নেই। বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু; যা নানাভাবে সমাজ, মানুষ, দেশ তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে। প্রথম আলোর সবচেয়ে বড় গুণই হলো তারা সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক ব্যতিক্রম কর্মকাণ্ডের সঙ্গে বছরজুড়ে সম্পৃক্ত থাকে। প্রথম আলো এবং বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসার দাবি রাখে। এ জন্যই প্রথম আলো সবার চেয়ে ব্যতিক্রম।’

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
বন্ধুসভা

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা বলেন, ‘গাছের উপকারিতা ও প্রয়োজনীয়তা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। গাছ মানুষকে শিক্ষা দেয় কীভাবে নিজেকে অন্যের তরে বিলিয়ে দিতে হয়। কিন্তু আমরা যে পরিমাণ গাছ কাটি, সেই পরিমাণ বৃক্ষ রোপণ করতে পারলে প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেক বেশি মুক্তি পেতাম। দেশের সব মানুষের বিষয়টি অনুধাবন করা উচিত যে বৃক্ষরোপণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখতে পারে। তাই সবার উচিত প্রচুর পরিমাণে গাছ রোপণ করা। প্রথম আলো ও বন্ধুসভার সদস্যরা বছরের পর বছর ধরে এ কাজটি করে যাচ্ছেন।’

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক সাদ হোসেন বলেন, ‘কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আম্রপালি গাচের চারা রোপণ করি। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ করেছি। সব মিলিয়ে জেলায় মোট ৬০০টি আম্রপালি গাছের চারা রোপণ করা হয়েছে।’

কর্মসূচিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি লিমন ভূইয়া, ইকবাল হোসেন, সভাপতি শাহজাহান মিয়া, সহসভাপতি মাইনুদ্দিন রুবেল, অনন্যা সাহা, সাধারণ সম্পাদক সাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফৌজিয়া হক, বন্ধু মাজহারুল করিম, আল মামুন, ইশা আক্তার, ফাহিমা আক্তার, মাসুমা আক্তার, তৃণা দেবনাথ, জয় দাস, কৃষ্ণ মৈশান, ফয়সাল, ইব্রাহীম ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।

সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা