সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক বিষয়ে সেমিনার

ডিআইইউ বন্ধুসভার উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক বিষয়ে সেমিনারছবি: বন্ধুসভা

পৃথিবীতে বিদ্যমান সবকিছুর যেমন ভালো দিক রয়েছে, তেমনই নেতিবাচক দিকও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমও এর ব্যতিক্রম নয়। ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব রয়েছে। বিষয়টি নিয়ে যুবসমাজকে সচেতন করতে বিশেষ সেমিনার আয়োজন করেছে ডিআইইউ বন্ধুসভা।

২৭ অক্টোবর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এটি অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম হামিদি। তিনি বলেন, একদিকে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে সংযুক্ত করে, অন্যদিকে এর অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রভাব একজন ব্যক্তির সাধারণ জীবনযাপনে কীরূপ প্রভাব বিস্তার করে, এ ব্যাপারেও তিনি বিস্তর আলোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বাস্তব জীবনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা নিয়ে কথা বলেন মীর সিটি ল্যান্ডমার্কস লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ অমি। তিনি বলেন, বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের প্রতি ছেলেমেয়েদের আসক্তি বেশি। এই আসক্তি কমাতে হবে। সৃজনশীল কাজে মনোযোগ দিতে হবে।

ডিআইইউ বন্ধুসভার সভাপতি আব্দুল মুনয়িম সরকার বলেন, ‘আমাদের চারপাশের পরিস্থিতির কথা বিবেচনা করেই বন্ধুসভার পক্ষ থেকে আজকের এই সেমিনার। আশা করছি, উপস্থিত সবাই এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে।’

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা