‘বন্ধুসভা মানুষ ও মানবতার জন্য কাজ করে’

বগুড়া বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: সোয়েল রানা

কেউ ভবঘুরে, কেউ এতিম, অনাথ, কেউ বা প্রতিবন্ধী। মলিন চেহারার এসব শিশুর বেড়ে ওঠা রেলওয়ে বস্তির ঝুপড়িতে। কারও মা ভিক্ষা করেন, কারও বাবা কুলি–মজুর। দুবেলা ঠিকমতো ভাত জোটে না তাদের কপালে। ঈদের দিনেও মুখে জোটে না পোলাও-সেমাই, জোটে না ঈদের নতুন জামা। বস্তির সুবিধাবঞ্চিত এসব শিশুর সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছে বগুড়া বন্ধুসভা।

২৯ মার্চ প্রথম আলোর বগুড়া অফিসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, পোলাওয়ের চাল, মসুর ডাল, সয়াবিন তেল, সুগন্ধি সাবান ও ইফতারির প্যাকেট।

বগুড়া বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: সোয়েল রানা

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে বগুড়া বন্ধুসভা। উপদেষ্টা ও বন্ধুদের নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করা হয়।

বিতরণ কার্যক্রমে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক বজলুল করিম বাহার। বগুড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা দেন সভাপতি চন্দন কুমার রায়। আরও বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ ও বন্ধু ডা. সামির হোসেন মিশু।

কবি বজলুল করিম বাহার বলেন, বন্ধুসভা মানুষ ও মানবতার জন্য কাজ করে। সমাজের জন্য ভালোবাসার ফুল ফোটায়। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়; বন্ধুসভা শুধু পত্রিকার পাঠক সংগঠনই নয়, প্রথম আলো ও বন্ধুসভা সমাজের আদর্শ বন্ধু।

নতুন জামা ও ঈদের খাদ্যসামগ্রী পেয়ে শিশু জান্নাতি জানায়, ঈদে বাবার কাছে নতুন জামার আবদার করেছিল সে। টাকা নেই বলে জামা কিনে দিতে পারবেন না বলে জানিয়ে দেন বাবা। জান্নাতির মনটা খারাপ হয়ে যায়। এখন নতুন জামা পেয়ে খুশি লাগছে। সে বলে, ‘উপহার পেয়ে ভালো হলো। ঈদের দিন পেট ভরে সেমাই, পোলাও খেতে পারব।’

উপহার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বগুড়া বন্ধুসভার উপদেষ্টা ডা. ইবরাহীম খলিলুল্লাহ, কামাল ইয়েনেনু, পরিমল প্রসাদ, রোকসানা আখতার, মনজুর কাদের, শফিকুল ইসলাম, শাহীন কাদের, মনিরুজ্জামান মনির, রাজু আহমেদ, বন্ধু আবু সুফিয়ান, আমির খসরু, রুবাইয়া রুবী, নকিব হাসান, লেখিকা ফাতেমা ইয়াছমিন, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি ফারহানা রুনু, সহসভাপতি সাদিয়া আক্তারসহ আরও অনেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া বন্ধুসভা