নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব

নারায়ণগঞ্জ বন্ধুসভার মেহেদি উৎসবছবি: বন্ধুসভা

চাঁদরাতে মেহেদি হাতে না দিলে যেন ঈদ মনেই হয় না। ঈদের আমেজ ধরে রাখার জন্য নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ৩০ মার্চ চাঁদ রাতে সন্ধ্যার পর থেকে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলে এ আয়োজন করা হয়।

উৎসবে এ সময় ওই স্কুল ও আশপাশের শিশুরা অংশ নেয়। তাদের হাতে মেহেদির আলপনা এঁকে দেন বন্ধুসভার বন্ধুরা।

সাধারণ সম্পাদক মৌন লাকি বলেন, ‘ছোটবেলায় মেহেদি হাতে দেওয়ার জন্য অপেক্ষা করতাম, কখন ঈদের নতুন চাঁদ দেখা দিবে। আজ বাচ্চাদের হাতে দিতে পেরে অনেক খুশি লাগছে।’

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাঈমা ইসলাম বলেন, প্রকৃত ঈদের আনন্দ কোমলমতি শিশুদের মধ্যেই লুকিয়ে থাকে।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা