সঠিক তথ্য পেতে সংবাদপত্র পাঠের বিকল্প নেই

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মৃদু হিমবাহ, কুয়াশার চাদর জড়োসড়ো করে সব রবির কিরণ নিভে চারদিকে বন্ধুত্বের রব। এমনি পড়ন্ত শীতের বিকেলে ২৬ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নোয়াখালী বন্ধুসভার জানুয়ারি মাসের শেষ নিয়মিত বৈঠক ও পাঠের আসর।

সংবাদপত্র সময়ের দর্পণ। সংবাদপত্র জীবন-জগতের প্রতিদিনের খবরাখবর দিয়ে মানুষের জীবনযাত্রাকে যেমন সহজ, সমৃদ্ধ ও গতিশীল করে, তেমনি সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রের সার্বিক অগ্রগতি ও মানবিক চেতনার বিজ্ঞানভিত্তিক প্রকাশ ও বিকাশে আলোকবর্তিকা হিসেবে কাজ করে। তাই এবারের পাঠচক্রে আলোচ্য বিষয় ছিল সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন।

সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা নিয়ে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফরিনা আনিকা বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ারে উৎসাহিত না হয়ে সংবাদপত্র পাঠের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য জানা শ্রেয়। তাঁর আলোচনায় সংযুক্ত করে সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন বলেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ আহরণের ক্ষেত্রে আমরা যদি কিছুটা সচেতন হতে পারি, তাহলে অবশ্যই সঠিক সংবাদ আহরণে সক্ষম হব। সঠিক তথ্য পেতে সংবাদপত্র পাঠের বিকল্প নেই।’

আলোচনায় সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা আরও তুলে ধরেন সভাপতি আসিফ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম। একপর্যায়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত সহজিয়া কড়চা ‘সংবাদপত্র কি সমাজকে বদলাতে পারে?’ পাঠ করা হয়। সংবাদপত্র পাঠের মাধ্যমে দেশ-বিদেশের নানা নতুন তথ্য আহরণের মাধ্যমে অন্তত নিজেকে বদলানো সম্ভব। এক এক করে নিজে বদলালে বদলে যাবে সমাজও। এরপর ফেব্রুয়ারি মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন নুর, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঞাঁ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আরাফাত শিহাব, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, প্রচার সম্পাদক ওমর সানি, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাহিদা ইসলাম, বন্ধু নুসরাত ফারিন, বিবি ফাতেমা প্রমুখ।

অর্থ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা