বন্যার্ত নারী ও শিশুদের পাশে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সাতক্ষীরা বন্ধুসভা

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে বন্যার্ত নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণছবি: বন্ধুসভা

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৎস্যজীবী সন্তোষ মণ্ডলের স্ত্রী সন্তানসম্ভবা পম্পা মণ্ডল (২২)। স্যানিটারি ন্যাপকিন পেয়ে খুবই খুশি। তিনি জানান, অনেকে তাঁদের নানাভাবে সহযোগিতা করছেন। তবে কেউ নারীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেনি। এই উদ্যোগ নেওয়ায় সাতক্ষীরা বন্ধুসভাকে ধন্যবাদ জানান তিনি।

একই এলাকার তারকচাঁদ ঢালীর বয়স ৮০ ছুঁই ছুঁই। হাঁটাচলা করতে কষ্ট হয়। হাঁটুজল ঠেলে এসেছেন ত্রাণ নিতে। জুস, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওষুধ পেয়ে খুবই খুশি।

তারকচাঁদ ঢালী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ হলেই বন্ধুসভা আমাদের পাশে এসে দাঁড়ায়।’ এভাবে অন্য সংস্থা ও ধনাঢ্য ব্যক্তিরাও এগিয়ে এলে তাঁদের সমস্যা ও দুর্ভোগ অনেক কমত বলে আক্ষেপ করে বলেন এই প্রবীণ।

অসুস্থ শিশুসন্তান কোলে করে নিয়ে আসেন রহিমা সুলতানা (২৭)। তাঁকে নাপা সিরাপ আর জুস দেওয়া হয়। আরও দেওয়া হয় হাইজিন কিটস। বন্ধুদের জন্য দোয়া করে তিনি বলেন, ‘তোমরা যুগ যুগ বেঁচে থাকো। আল্লাহ তোমাদের ভালো করুক।’

৩০ আগস্ট বিকেলে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জেলেখালী ও হরিণখোলার মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ওই এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর ১৫০ জনের মধ্যে এসব স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন বন্ধুরা। বন্ধুসভার এই কার্যক্রমে সহযোগিতা করেন ডা. সুশান্ত ঘোষ।

বন্যার্ত নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কার্যক্রম সম্পর্কে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা জানান, সাতক্ষীরা বন্ধুসভা সিদ্ধান্ত নেয়, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বাস্থ্যসেবাসামগ্রী বিতরণ করবে। সেটি সবার সহযোগিতায় সফল হয়েছে। সব ভালো কাজের সঙ্গে বন্ধুসভা যুক্ত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি রাহাতুল বাপ্পা, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, বইমেলা সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার, ম্যাগাজিন সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম বিল্লাহ, বন্ধু মেহজাবীন সুলতানা, প্রতাপ সিং ও মঈন আলীসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা