চাঁপাইনবাবগঞ্জে নিম্ন আয়ের মানুষের পাশে বন্ধুরা

নিম্ন আয়ের মানুষের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে খাদ্য সহায়তাছবি: বন্ধুসভা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন ও কারফিউ পরিস্থিতিতে আয় কমে যাওয়া রিকশাচালক, সাধারণ শ্রমিকসহ ২২ জন নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৩ জুলাই তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে এ সহায়তা দিয়ে আসেন বন্ধুসভার বন্ধুরা।

সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘বিকেল চারটায় শহরের কোর্ট এলাকায় গিয়ে দেখতে পাই, মুচি অবনি রবিদাস (৫০) বসে অলস সময় পার করছিলেন। এদিক–ওদিক তাকাচ্ছিলেন সেবা গ্রহীতার আশায়। প্যাকেট হাতে আমাদের আসতে দেখে সোজা হয়ে বসেন। খাদ্যের প্যাকেটটি হাতে দিলে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। চার সন্তানসহ ছয়জনের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সব সন্তান পড়াশোনা করে। স্বাভাবিক দিনে প্রায় ৭০০-৮০০ টাকা আয় করলেও এখন ২০০ টাকা আয় করতেই কষ্ট হয়। গত এক সপ্তাহ থেকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্ধুসভার এ সহায়তা পেয়ে তিনি খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

নিম্ন আয়ের মানুষের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে খাদ্য সহায়তা
ছবি: বন্ধুসভা

দেশের যেকোনো দুর্যোগে বন্ধুসভার বন্ধুরা নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ান। বর্তমানে পরিস্থিতির কারণে অনেক মানুষের আয় কমে গেছে। খেয়ে-না খেয়ে দিন পার করছেন। বিষয়টি বন্ধুদের মনে পীড়া দেয়। তাই অল্প সময়ের মধ্যে বন্ধুদের নিজেদের হাত খরচের টাকায় চাল, ডাল, আলু, আটা ও তেল কিনে ২২টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসানসহ অন্য বন্ধুরা।