সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

চট্টগ্রামের রাউজানে স্থানীয় একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৩০ জন নারী-পুরুষ প্রবীণ বাসিন্দাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

রাউজান: বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ১ অক্টোবর চট্টগ্রামের রাউজান বন্ধুসভার উদ্যোগে স্থানীয় একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৩০ জন নারী-পুরুষ প্রবীণ বাসিন্দাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণদের নিয়ে বন্ধুরা সন্ধ্যাকালীন নাশতার আয়োজন করে এবং তাঁদের সঙ্গে গল্প, আড্ডা, গান, ছড়া ও কবিতা পাঠের আসর বসায়।

ঝালকাঠি: হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী নিয়ে ২২ সেপ্টেম্বর জেলা শহরের স্মৃতিস্তম্ভ চত্বরে ঝালকাঠি বন্ধুসভার সেপ্টেম্বর মাসের পাঠচক্র ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ছবি: বন্ধুসভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নীহারকুমার সরকারের লেখা ছোটদের রাজনীতি ও অর্থনীতি বইটি নিয়ে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে সংবাদ সংগ্রহে বাধা ও তাঁর ওপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা মানববন্ধন করে।

শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ভৈরব বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: হান্নান হিমু

ভৈরব: ‘বই জানি স্বপ্ন বুনি’ স্লোগানে ২৬ সেপ্টেম্বর উপজেলার শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নিয়ে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস দারুচিনি দ্বীপ নিয়ে পাঠচক্র করে ভৈরব বন্ধুসভা। এর আগের দিন ২৫ সেপ্টেম্বর সাংবাদিক ও লেখক সুমন্ত আসলামের কিশোর উপন্যাস ‘রোল নাম্বার শুন্য’ নিয়ে পাঠচক্রের আসর বসে ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে।

খুলনা: প্রথম আলোর খুলনা অফিসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত ক্যারিয়ার ভাবনাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রশিক্ষক সাকিব বিন রশিদ
ছবি: বন্ধুসভা

সাতক্ষীরা: ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মবার্ষিকীর দিন প্রথম আলোর সাতক্ষীরা অফিসে ‘একুশ শতকের বাঙালি হৃদয়ে বিদ্যাসাগর’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করেন বন্ধুসভার বন্ধুরা।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ: ৪ অক্টোবর শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে ক্যামব্রিয়ান বন্ধুসভা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে ২৬ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার ভাবনাবিষয়ক কর্মশালা ‘ফিউচার ফরোয়ার্ড’। আলোচক হিসেবে ছিলেন টেন মিনিট স্কুলের শিক্ষক সাকিব বিন রশিদ।