জয়পুরহাটে দিনব্যাপী যক্ষ্মা সচেতনতাবিষয়ক কর্মশালা

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা বিষয়ে সচেতনতা বাড়াতে ‘যক্ষ্মাকে আর করি না ভয়, সচেতনতায় মিলবে জয়’ স্লোগানে জয়পুরহাটে দিনব্যাপী যক্ষ্মা সচেতনতাবিষয়ক প্রচারণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট জয়পুরহাট সিভিল সার্জন অফিস সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় আইসিডিডিআরবির পরিচালনায় প্রথম আলো যক্ষ্মা সচেতনতাবিষয়ক প্রচারণা কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় কর্মসূচির আয়োজন করে জয়পুরহাট বন্ধুসভা। এতে ২৫ জন বন্ধু অংশ নেন।

কর্মশালা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। যক্ষ্মার সচেতনতা নিয়ে আলোচনা করেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন চিকিৎসক ওয়াজেদ আলী, জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তারী মমতাজ মিমি, আইসিডিডিআরবির সহকারী প্রোগ্রাম ম্যানেজার ফেরদৌস হোসেন, প্রথম আলো প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।

সনদ প্রদান
ছবি: বন্ধুসভা

বক্তারা বলেন, যক্ষ্মা একটি মরণব্যাধি অসুখ। এই রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর প্রায় ৪২ হাজার মানুষ মারা যায়। পৃথিবীর যক্ষ্মা সংক্রামকপ্রধান ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম; যা ভয়ানক। এ ছাড়া রোগটির লক্ষণ ও প্রতিকার নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সুরাইয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাক নাসিম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আজিজসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, জয়পুরহাট বন্ধুসভা