আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

বরিশাল বন্ধুসভার উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে বরিশাল বন্ধুসভা। গত ২১ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় বরিশাল বন্ধুসভা ও বিপণন প্রতিষ্ঠান টপটেন বরিশাল শাখা।

বরিশাল বন্ধুসভা দলে ছিলেন নাঈম ইসলাম (অধিনায়ক), মো. মামুন, ফারহান আহমেদ, ফাইজুল ইসলাম, নাঈমুল ইসলাম, মো. শফিউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আসাদুল্লাহ সিদ্দিক, ইউসুফ সাব্বির, মো. শাহরিয়ার, হাসানউদ্দিন জীবন ও মো. জুবায়ের। টপটেন বরিশাল দলের খেলোয়াড়েরা হলেন ইমরান শেখ (অধিনায়ক), মো. সাগর, মোহাম্মদ রিয়াজুল, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ আরিফ, মো. জসিম, মো. মেহেদী, মোহাম্মদ আরমান, মোহাম্মদ পারভেজ ও মো. জাহিদ। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মনির হোসেন, কাউসার রেজওয়ান ও মো. রাকিব।

টস জিতে বরিশাল বন্ধুসভা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬৪ রান সংগ্রহ করে তারা। পরে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে টপটেন বরিশাল। একের পর এক উইকেট পতনের মধ্য দিয়ে ম্যাচে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। নির্ধারিত ওভারে ২ উইকেট হাতে রেখে জয়লাভ করে টপটেন বরিশাল।

সবশেষে খেলোয়াড়দের মধ্যে মেডেল ও পুরস্কার বিতরণ করেন বরিশাল বন্ধুসভার উপদেষ্টা সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, ‘খেলাধুলা যুব সমাজকে খারাপ কাজ ও মাদকের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখে। আমাদের উচিত নিয়মিত খেলাধুলা করা; যাতে শরীর ও মন উভয় ভালো থাকে।’ এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা